যশোরের মনিরামপুর উপজেলা শাখার ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার (৩ নভেম্বর) এ নির্বান অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দুইটি পক্ষ থাকলেও ভোটের দিন এক পক্ষ নির্বাচন থেকে সরে আসে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্য পক্ষ নির্বাচিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ১. সভাপতি মো. মোজাফ্ফর হোসেন ২. সিনিয়র সহ সভাপতি দর্পন বিশ্বাস, ৩. সহ সভাপতি মো. বেলাল হুসাইন, ৪. সাধারণ সম্পাদক এস এম শফিউল আলম, ৫. যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার রায়, ৬. সাংগঠনিক সম্পাদক তুহিন কুমার বিশ্বাস ৭. অর্থ সম্পাদক মো. আবু সাঈদ, ৮. দপ্তর সম্পাদক অঞ্জলী রানী জোদ্দার, ৯. সমাজ কল্যাণ ও মহিলা বিষায়ক সম্পাদক রুবিনা আক্তার ১০. প্রচার ও প্রকাশনা সম্পাদক জি এম শামীম হাসান এবং ১১. নির্বাহী সদস্য মো. আনিচুজ্জামান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বলেন, আগামি ২ বছর মেয়াদি কমিটির দুই পক্ষের ভিতর নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু এক পক্ষ নির্বাচন থেকে সরে আসাতে কমিটির অন্য পক্ষকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
উপ সহকারী কৃষি কর্মকর্তা শামীম হাসান জানান, আগামি দুই বছরের জন্য সকলের ঐক্যমতে শান্তিপুর্ণ ভাবে ডিকেআইবির আমাদের উপজেলা কমিটি গঠিত হওয়াতে আমরা আনন্দিত।
আপনার মতামত লিখুন :