Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


দৈনিক পরিবার | ফুলপুর প্রতিনিধি নভেম্বর ১, ২০২৪, ১২:২৬ এএম ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫নং সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের রেজাউল এর ছেলে মো. নিহাল ইসলাম (৩) পুকুরে পড়ে  মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুই টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মো. নিহাল ইসলাম বাড়ির বাহিরে উঠানে খেলা করছিল। এরপর তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পিতা  রেজাউল হক  বাড়ির পাশে পুকুরে শিশু  নিহালের  লাশ পানির উপর ভেসে থাকতে দেখে। সাথে সাথে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
পরিবার ও স্থানীয়দের ধারনা শিশু নিহালের খেলার ছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। আর পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যগণ সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

Side banner