Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ঝিকরগাছা আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত


দৈনিক পরিবার | রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৪, ১০:৫৭ পিএম ঝিকরগাছা আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যশোরের ঝিকরগাছা নারীর ক্ষমতায়ন উই প্রকল্প ও উলাশী সৃজনী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার পানিসারা ফুল বিপনন কেন্দ্রে  উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জের বাস্তবায়নে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী ভুপালী সরকার।
উদ্বোধন পরবর্তী নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পানিসারা গ্রাম প্রদক্ষিণ করে। পরে উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী ভুপালী সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উলাশী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি, নারীর ক্ষমতায়ন উই প্রকল্পের রিজিওনাল কোঅডিনেটর কৃষিবিদ হারুন অর রশিদ। 
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।

Side banner