যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের দিকনির্দেশানায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ওই সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলার সদর ইউনিয়নের মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, নতুল মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, মূলগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কড়িয়াখালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এিমোহিনী ইউনিয়নের এিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়সহ ওই তিন ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান, কলেজ পর্যায়ের সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, মাধ্যমিক পর্যায়ের সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ শিক্ষক মাহবুবুর রহমান, কামরুজ্জামান, নুরুন্নাহার নুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :