Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ফুলপুরের আলোকদীর রাস্তাটি চলাচলে চরম দূর্ভোগ


দৈনিক পরিবার | ফুলপুর প্রতিনিধি অক্টোবর ২৯, ২০২৪, ০৭:১৭ পিএম ফুলপুরের আলোকদীর রাস্তাটি চলাচলে চরম দূর্ভোগ

ময়মনসিংহের ফুলপুর ৫নং সদর ইউনিয়নের আলোকদী থেকে নগুয়া বাজারগামী আঞ্চলিক রাস্তাটি কিছুদিন আগে অতিবৃষ্টি পাহাড়ি ঢলে ও আলোকদী গ্রামের একাধিক ইটভাটার মাটি সংরক্ষণে এ রাস্তাদিয়ে ড্রামট্রাক ব্যবহার করায় রাস্তার দুইপাশ ভেঙে ফিশারীতে পড়ে যাচ্ছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই সমস্ত এলাকাবাসীর।
কোমলমতি শিক্ষার্থীসহ ও বয়স্কদের চলাচলে কষ্টকর হয়ে পড়েছে। আহতের ঘটনাও ঘটেছে। মানুষজন প্রয়োজন থাকার পরেও যানবাহন ব্যবহার করতে পারেছেন না। নগুয়া বাজার ও ইউনিয়ন পরিষদের সেবা নিতে এই রাস্তাদিয়েই যাতায়াত করতে হয়।
প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ফতেপুর প্রাইমারি স্কুল, আলোকদী মাদ্রাসা, ঠাকুর বাখাই হাইস্কুল, ফুলপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা। 
এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছথেকে জানা যায়, অত্র ইউনিয়নের তৎকালিন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সময়ে রাস্তাটির সংস্কার করার পর আর সংস্করণ করা হয়নি। 
জনস্বার্থে আলোকদী টু নগুয়া গ্রামের রাস্তাটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করে জনগণের কষ্ট লাগব করার উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি করেন।

Side banner