Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ফুলপুরের ইউএনওর বিদায়ী সংবর্ধনা 


দৈনিক পরিবার | ইকবাল হুসাইন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৪, ০৭:৩২ পিএম ফুলপুরের ইউএনওর বিদায়ী সংবর্ধনা 

ময়মনসিংহের ফুলপুর তারাকান্দা বিএনপি ও ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম এর বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২১ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলা সম্মেলন কক্ষে পৃথক বৈঠকে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বিদায়ী নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। 
অন্যান্য দের মাঝে আরও বক্তব্য রাখেন,ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক, মহিবুল হক টুটুল,২নং রামভদ্রপুর (ইউপি)চেয়াম্যান মোঃ রুকনুজ্জামান প্রমুখ। বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর পরপরই দ্বিতীয় বৈঠক ফুলপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 
উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ফুলপুর প্রতিনিধি মো. নাজিম উদ্দিন, সহ-সভাপতি ক্বারী সুলতান আহাম্মাদ দৈনিক জাহান ফুলপুর উপজেলা প্রতিনিধি, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মোকসেদুল হক দুলাল, বাহার উদ্দিন, সেলিম রানা, মাসুদ রানা, ফয়জুর রহমান, তফাজ্জল হোসেন, মিজান, দৈনিক পরিবার, দৈনিক দেশের খবর, আওয়ার ইসলাম ২৪ এর ফুলপুর প্রতিনিধি মাওঃ ইকবাল হুসাইন প্রমুখ সাংবাদিক উপস্থিত ছিলেন। 
রাজনৈতিক দল, সাংবাদিক, শিক্ষক সহ সকল মহলের নিকট প্রসংশিত উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।

Side banner