Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ফুলপুরে অধ্যক্ষসহ সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত 


দৈনিক পরিবার | ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি  অক্টোবর ১৯, ২০২৪, ০৯:১৯ পিএম ফুলপুরে অধ্যক্ষসহ সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত 

ফুলপুর কাজিয়াকান্দা কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন সহ সড়ক দুর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে সিএনজি করে ময়মনসিংহ শহর মুখি যাওয়ার পথে সম্ভুগঞ্জ নামক স্থানে যাত্রীবাহী সিএনজি ও মালবুঝায় অটোর সাথে সংঘর্ষ হয়। এতে পাঁচ জন গুরুত আহত হয়।
পরে আহতদের আশপাশের লোকজন এসে ধরাধরি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ভর্তি করা হয়। চিকিৎসা চলমান রয়েছে, সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অধ্যক্ষ মাওঃ জয়নুল আবেদীন। 

Side banner