Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

খোকসায় প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক ভাতা যাচাই বাছাই কার্যক্রম শুরু


দৈনিক পরিবার | মো. সবুজ আলী, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি  অক্টোবর ১৬, ২০২৪, ০৫:৩১ পিএম খোকসায় প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক ভাতা যাচাই বাছাই কার্যক্রম শুরু

কুষ্টিয়া খোকসায়, খোকসা পৌরসভার সকল ওয়ার্ডের প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কদের লাইভ ভেরিফিকেশন অর্থাৎ সরাসরি যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ১, ২ ও ৩নং ওয়ার্ডের যাচাই-বাছাই করা হয় খোকসা সরকারি কলেজে। ৪, ৫, ৬ খোকসা পৌরভবনে। ৭, ৮, ৯ খোকসা গার্লস স্কুলে এই লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়। 
এ বিষয়ে উপজেলা ইউনিয়ন সমাজকর্মী মো. উজ্জ্বল হোসেন রুমেল বলেন, যারা ভুয়া ভাতাভোগী এবং মৃত ভাতাভোগী আছে তাদেরকে সনাক্ত করার জন্য এই লাইভ ভেরিফিকেশনটি করা হচ্ছে। যদি কেউ অসুস্থ এবং উপজেলার বাহিরে আছেন তাদেরকে অতিসত্বর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। এই যাচাই বাছাই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে।

Side banner