যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ভূমিকা নেই নাভারন হাইওয়ে পুলিশের শিরোনামে রিপোর্ট হওয়ায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের।
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হওয়ায় মঙ্গলবার দিনভর নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান ফোর্স নিয়ে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে। নাভারন হাইওয়ে পুলিশ সদস্যরা বাজারে যানজট নিরসনের সময় বেশ কয়েকজন ব্যাবসায়ী ও পথচারী জড়ো হয়।
এসময় ঝিকরগাছা বাসস্টান্ডের যানজটে মানুষের তীব্র ভোগান্তির কথা হাইওয়ে পুলিশকে জানায় এবং এই কর্মকান্ডের ধারাবাহিকতা রাখতে হাইওয়ে পুলিশকে অনুরোধ করেছেন। এর আগে স্থানীয় পথচারী, ব্যবসায়ীসহ নানা মহলের অনুরোধে সরেজমিনে মানুষের দূর্ভোগের একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ পায়।
এসময় জানতে চাইলে ঝিকরগাছা বাজারের ব্যবসায়ী আলহাজ্ব ইয়াউর রহমান, শাহাজাহান আলী, আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্গদিন ধরে ঝিকরগাছা বাজারের যশোর-বেনাপোল মহাসড়কের উপর ভ্যান, নছিমন, ইজিবাইক, সিএনজি দাড়িয়ে থাকার কারনে যানজটের সৃষ্টি হয়। এছাড়া যাত্রীবাহী বাস মহাসড়কের উপর দাড়িয়ে যাত্রী উঠানামা করে। বিভিন্ন কোম্পানীর গাড়ি রাস্তার উপর লোড-আনলোড করে যানজটের সৃষ্টি করে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিৎ বলেও মনে করেন তারা।
জানতে চাইলে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, এখন থেকে যশোর-বেনাপোল মহাসড়কসহ ঝিকরগাছা বাজারের যানজট নিরসনে গুরুত্ব দেয়া হবে।
আপনার মতামত লিখুন :