Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
মনিরামপুরে বিভিন্ন ইউনিয়ন বন্যায় প্লাবিত

স্কুলে শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী


দৈনিক পরিবার | মাসুদ রায়হান অক্টোবর ৭, ২০২৪, ০৪:৫৯ পিএম স্কুলে শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী

যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, ঘর বাড়ি ও যাতায়াতের রাস্তায়ও পানি রয়েছে। ফলে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যায় প্লাবিত হয়ে ক্ষেত খামারগুলোতে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
মনিরামপুরে অতিরিক্ত বৃষ্টির কারণে দীর্ঘদিন ধরে জলাশয়ে রুপান্তরিত হয়ে গেছে। যারফলে কৃষকরা সবজি চাষ করতে পারছে না। এতে করে কাঁচামালের দাম বেড়েছে। শুকনো খাবার খেয়ে অনেক মানুষের জীবন যাপন করতে হচ্ছে।
বিশেষ করে শ্যামকুড় ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে শিশুদের পড়াশুনার বিদ্যালয়। 
মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় স্কুলে যাওয়ার জন্য চলাচলের পথ নিচু থাকায় আরও বেশি বন্যায় কবলিত হয়ে গেছে। তবে স্কুলে শিক্ষকদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। 
অভিভাবকদের কাছে জিজ্ঞেসা করলে তারা বলেন, আমাদের মাটির রাস্তা থেকে পাকা রাস্তার ব্যবস্থা করে দিতে হবে তাতে সকলের জন্য চলাচলের সুবিধা হবে।

Side banner