গাইবান্ধার ফুলছড়ি থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকেলে ফুলছড়ি থানা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়ার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক প্রহ্লাদ কুমারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু ও জামায়াতে ইসলামীর ফুলছড়ি উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, এএইচএম সোলায়মান সরকার শহীদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যান ফ্রন্ট ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি অমল কুমার ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশ্বনী কুমার বর্মন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম, এস.আই সেকেন্দার আলী, আব্দুল কাইয়ুম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা( ভারপ্রাপ্ত) শফি মাহমুদ সৈকত, উদাখালী ইউনিয়ন বিএনপি'র সভাপতি এনামুল হক, ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিন হাসান খাজা ও ফারুক মিয়া, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
আপনার মতামত লিখুন :