Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার 


দৈনিক পরিবার | মো. চাঁন মিয়া  অক্টোবর ৬, ২০২৪, ০৫:৫১ পিএম শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাব জোন এটি বাস্তবায়ন করেছে। 
রবিবার (৬ অক্টোবর) দুপুরে পানছড়ি সাব জোনে পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। 
সাব জোন কমান্ডার উপস্থিত সকলকে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের অনুরোধ জানান। এরপরও সবাইকে  আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতেনা গঠে সেদিকে সকলকে খেয়াল রাখার অনুরোধ জানান। 
বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের বসবাসকারী সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সবসময় পাশে থাকবে।

Side banner