আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ান তিন বিজিবির ব্যবস্থাপনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অধিনায়ক পানছড়ি ব্যাটেলিয়ান ৩ বিজিবি এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।
পূজা মন্ডপসমূহের প্রতিনিধিদের সাথে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ১০ টি মন্ডপের প্রতিনিধিরা অংশ নেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সকল বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে অধিনায়ক সকলকে আশ্বস্ত করেন। এছাড়া এলাকার শান্তি সম্প্রতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। সবাইকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা এবং নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আসন্ন পূজা উদযাপন করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :