Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

গাংনীতে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম সেপ্টেম্বর ২০, ২০২৪, ১১:৩৪ এএম গাংনীতে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশিক্ষণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এই পাটবীজ চাষী প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের সহকারি প্রকল্প পরিচালক কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ ক ম হারুন অর রশীদ। সোনালী ব্যাংক গাংনী উপজেলা পরিষদ শাখার ম্যানেজার আবুল হাশেম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন গ্রামের ৭৫ জন পাট চাষীরা উপস্থিত ছিলেন।

Side banner