Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

রাউজানে হামলা ও লুটপাটের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন


দৈনিক পরিবার | রাউজান প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০১:৫৭ পিএম রাউজানে হামলা ও লুটপাটের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন

বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগে রাউজানে সাংবাদিক সম্মেলন করেছেন বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাসেল চৌধুরী।
১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে নিজের বসতঘর ভাংচুর, কয়েক লাখ টাকার মালামাল লুট ও তাঁর বিরুদ্ধে অপপ্রচারসহ হত্যার ষড়যন্ত্র করছে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রাসেল চৌধুরী।
সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, গত ১০ আগষ্ট স্থানীয় সিরাজুল ইসলামের পুত্র মো. আরিফ, তার ভাই মনির ও সাইমনসহ ১০/১৫ জন আমার বাড়িঘর ভাংচুর করে আমার মা/বাবা ও ভাইকে মারধর করে গুরুতর আহত করে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা শেষে থানায় একটি অভিযোগ দায়ের করি। থানায় অভিযোগ দেওয়ার পর থেকে এলাকার কিছু দুষ্টু প্রকৃতির লোকজনকে নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করে। ১২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে আমাকে সুদকারবারী বলে প্রকাশ করে। যাহা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার সামিল। আমি এসব বখাটেদের শাস্তির দাবি জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমি একজন পুরাতন বাইক ব্যবসায়ী ও অতীতে কাপড়ের দোকানে চাকরী করেছি।

Side banner