Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বাঞ্ছারামপুর উপজেলা মৈত্রী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:৪১ এএম বাঞ্ছারামপুর উপজেলা মৈত্রী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির বর্তমান কমিটির সভাপতি মো. জুনাঈদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হক এর উপস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
এই বিশেষ সভায় মৈত্রী সমিতির বর্তমান কমিটির নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন মৈত্রী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. রুহুল আমিন সরকার রাজিব, সাবেক সভাপতি মো. সাইদুর রহমান, সাবেক সভাপতি মো. তাহের হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আওলাদ হোসেন রবিন।
সভায় বর্তমান কমিটির সভাপতি জুনাঈদ সরকার বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন মৈত্রী সমিতির সাধারণ সভা এবং সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের ফলে এখন থেকে পূর্বের ন্যায় বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সকল কার্যক্রম অব্যাহত থাকবে। সাবেক সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শ নিয়ে বর্তমান কমিটি মৈত্রী সমিতিকে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের সংগঠন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা শিক্ষিত হয়ে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় মৈত্রী সমিতিকে প্রগতির পথে নিয়ে যাব।
এখন থেকে ইংরেজি মাসের শেষ শুক্রবার মৈত্রী সমিতির সাধারণ সভা নিয়মিত অনুষ্ঠিত হবে। মাসিক সাধারণ সভায় ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলার সকল শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছি।

Side banner