Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকের মৃত্যু


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৩:১৭ পিএম বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি উপজেলার দশদোনা গ্রামের সন্তান।
রফিকুল ইসলাম রফিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। বিএনপির নীতি ও আদর্শকে বুকে ধারণ ও লালন করেই পথ চলেছেন। ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পথচলা। তিনি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সাবেক এমপি এম এ খালেক পিএসসি রফিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন।
এছাড়াও শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট রফিক সিকদার, এ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাক্তার রফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি এ কে এম মুসা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সুপ্রীমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল হালিম মীর, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ভিপি দেওয়ান নাজমুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশীদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সদস্য সচিব ছালে মুসা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতা আবুল আইয়ুম, আলহাজ¦ সেলিম আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জেডএইচ শুকড়ী সেলিম, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সম্পাদক রুহুল আমিন সরকার রাজিব, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদুর, আজিজুল হক খোকা এবং বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

Side banner