চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্ত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাইয়ের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জনাব ,তানভীর আহমেদ সরকার ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কৃষকদের উদ্দেশ্য বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা তিনি বলেন বন্যার পানি চলে যাওয়ার পর জমি গুলো ফাঁকা না রেখে চাষ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, জেসমিন আক্তার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ।
এসময় প্রতি জন কৃষক কে ৫ কেজি করে মাসকালাই এর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :