চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নস্থ ঘোনা পাড়ায় আবু তাওসিফ (১৪) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় উক্ত ঘটনাটি ঘটেছে। বিষয়টি শিক্ষার্থীর চাচা ও ইউপি সদস্য কাউছার উদ্দীন নিশ্চিত করেছেন। নিহত তাওসিফ পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার মোঃ হেলাল উদ্দীনের পুত্র।
নিহতের তাওফিসের চাচা কাউছার উদ্দীন জানান, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আমিরবাদ ঘোনা পাড়ায় খালার বাড়িতে বেড়াইতে যায় তাওসিফ। ঘটনার দিন তাওসিফ বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করার সময় বন্ধুদের অজান্তে পানিতে ডুবে যায়। তাতে তার মৃত্যু ঘটে। ওই সময় খেলাচ্ছলে থাকা তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। কিছুক্ষণ পর তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের পর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই তাওসিফ মারা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, ঘটনা সম্পর্কে কেউ তাঁকে অবগত করেননি।
আপনার মতামত লিখুন :