ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি ফেরিঘাট সংলগ্ন কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি এ কে এম মুসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মহসিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতা আবুল আইয়ুম, উপজেলা বিএনপির সাবেক সদস্য দরিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম, আইয়ুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ মিয়া, ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বপন সিকদার, বিএনপি নেতা আলহাজ¦ মো. সেলিম আক্তার, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশীদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জেড এইচ শুকড়ি সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সম্পাদক রুহুল আমিন সরকার রাজিব, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান সাইদুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামী, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, সাখাওয়াত হোসেন, আব্দুল মতিন, রফিকুল ইসলাম সেন্টু, আবদুর রশিদ মেম্বার, মো. মুজিবুর রহমান, হানিফ মিয়া মাঝি, আনোয়ার চৌধুরী, হামিদ মেম্বার, আব্দুল আলেক, নাসির উদ্দিন, বাদশা মেম্বার, মহিউদ্দিন, মোহাম্মদ ওবায়দুল্লাহ, বিল্লাল হোসেন, আমির হোসেন, তরিকুল ইসলাম, আব্দুর রহিম, মনা বেগম, জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম অপু, ফাহাদ আহমেদ, দেলোয়ার হোসেন সবুজ, ফাইজুর মেম্বার, আব্দুল খালেক, মো. নাসির উদ্দিন, বাদশা মেম্বার প্রমুখ।
আপনার মতামত লিখুন :