ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১নং সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ফুলপুর ঘাস ফড়িং রেস্তোরাঁয় ফুলপুরের উন্নয়ন অগ্রগামি ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় করেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরামর্শ দিয়ে বলেন, আমিও যদি কোন দুর্নীতি করি, কারো হক মেরে খাই সেটাও আপনারা সংবাদ মাধ্যম তুলে ধরবেন। ফুলপুরের উন্নয়ন কি ভাবে করা যায় সে বিষয়ে আপনাদের পরামর্শ সহযোগিতা চাই।
এ সময় সিনিয়র সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, নরুল আমিন, হুমায়ুন কবির মুকুল, আব্দুল মান্নান, ক্বারী সুলতান আহাম্মদ, নজরুল ইসলাম ফকির।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকছেদুল হক দুলাল, আবু রায়হান, মিজান আকন্দ, মফিদুল ইসলাম, আকিকুল ইসলাম ফকির, মাসুদ রানা, গোলাম মুস্তফা, তপু রায়হান রাব্বি, মফিদুল ইসলাম, মো. নূর হোসেন খান, মো: লোকমান হোসেন, নয়ন মিয়া, ফয়জুর রহমান, আব্দুর রহমান রনি, ইকবাল হুসাইন প্রমুখ।
রাজনৈতিক নেতাকর্মী দের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য কুদরত আলী, উপঃ জেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন শহিদ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খালেদ মুশাররফ সোহাগ, উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :