বঙ্গবন্ধু সেতুতে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিহজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসের চালক আজ ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর কবির গণমাধ্যমকে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি সামনে থাকা পাথরবোঝাই ট্রাকটিকে ওভারটেক করার সময় এর পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :