Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

রংপুরে ডিএক্সএন গেনোজি প্লাস টুথপেষ্টের মতবিনিময় সভা


দৈনিক পরিবার | মো. আফ্ফান হোসাইন আজমীর সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:২৬ পিএম রংপুরে ডিএক্সএন গেনোজি প্লাস টুথপেষ্টের মতবিনিময় সভা

রংপুরে ডিএক্সএন গেনোজি প্লাস টুথপেষ্ট আয়োজিত ডক্টরস কমিনিটি হাসপাতালে ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নিলু আহসান, ডিএক্সএন মাশরুম এন্ড ক্রাফট এর চেয়ারম্যান রাজিয়া সুলতানা, ব্যবস্হাপনা পরিচালক শামিমা, ডক্টরস কমিউনিটি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সহ ডেন্টাল বিভাগের বিভিন্ন ডাক্তাররা।
অনুষ্ঠানে ডিএক্সএন মাশরুম এন্ড ক্রাফট এর চেয়ারম্যান ডিএক্সএন গেনোজি প্লাস টুথপেষ্ট সম্পর্কে বলেন ডিএক্সএন গেনোজি টুথপেস্ট একটি উদ্ভাবনী টুথপেস্ট যা কার্যকরভাবে আপনার দাঁত পরিষ্কার করে, যখন স্বাস্থ্যকর হাসির জন্য আপনার মাড়িতে অনেক পুষ্টি সরবরাহ করে ও এটিতে টপিকাল পেস্ট হিসাবে অনেকগুলি ব্যবহার রয়েছে যা সরাসরি কোষগুলিতে উচ্চতর পুষ্টি সরবরাহ করে।
আরও উপস্থিত ছিলেন ডিএক্সএন মাশরুম এন্ড ক্রাফট এর সদস্য খাইরুন নাহার জলি, রেজোয়ানা আফরিন, হাবিবা সুলতানা, শম্পা আক্তার, ইতি, শিরিন, পুষ্প, রিমু, মাহিন, সোহান, রিয়াদ, সোহেলসহ প্রমুখ।

Side banner