Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

নাসিরনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৯:০৭ পিএম নাসিরনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে উপজেলা বিএনপি' র সভাপতি এম এ হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডঃ  এ কে এম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা  বিএনপির সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম, সাবেক সদস্য মোঃ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আলী আজম চৌধুরী, জেলা ছাত্র দলের আহবায়ক শাহীনুর রহমান (শাহীন)।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাব মিয়া, কুন্ডা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন সভাপতি এমএ খালেদ, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সদর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন আহমেদ ভূইয়া, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Side banner