Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও আলোচনা সভা


দৈনিক পরিবার | মোহাম্মদ আজহার হোসেন সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৮:৩৯ পিএম মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও আলোচনা সভা

মানিকগঞ্জে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরে রেড ক্রিসেন্ট অফিসে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার  শুরুতে ৫২ সাল হতে ৫ আগস্ট ২০২৪ইং পর্যন্ত যারা দেশ ও গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি'র সাবেক মানিকগঞ্জ জেলা শাখার নেতা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার শিপার।
সভা সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন।
আলোচনা ও মত বিনিময় সভায় ইউনিয়ন শাখা উপজেলা শাখার সংসদের সাবেক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত ভূঁইয়া এডভোকেট, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সহ আরও অনেকে।
বক্তরা বলেন, আমরা দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী। ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য। ৫৩ বছর পর গণতন্ত্রের জন্য আবারও আমাদের রক্ত দিতে হয়েছে। অন্তর্বতীকালীন সরকারের নিকট আমাদের অনুরোধ  দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদেরকে দেখভাল করবেন বলে আপনাদের কাছে আমরা আশাবাদী।
সভার সভাপতি গোলাম মহিয়ার শিপার বলেন, সাধারণ বীর মুক্তিযোদ্ধারা যেন রাজনৈতিক কারণে  ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে দূষ্টির রাখার জন্য অন্তর্বতীকালীন সরকারের নিকট অনুরোধ করেন।
গোলাম মহিয়ার সিপার বলেন, আমরা এই আলোচনা ও মত বিনিময় সভা থেকে মানিকগঞ্জের সকল রাজনীতি দলের নেতৃবৃন্দ কে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
গোলাম মহিয়ার শিপার আরো বলেন, বিশিষ্ট শিল্পপতি সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশিদ খান মুন্নর সুযোগ্য কন্যা মুন্নু গ্রুপের চেয়ারম্যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতাকে এই সভা থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও  শুভেচ্ছা জানাই।  
উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত ভূইয়া উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের কে মুক্তিযোদ্ধা সংসদে দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করেন।

Side banner