Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


দৈনিক পরিবার | মো. আমিনুর রহমান সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৯:৫০ এএম মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা আরিচা মহাসড়কের মধ্য গোলড়া এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ (৪৪) নামের এক জন নিহত হয়েছেন। নিহত রফিক শেখ (৪৪) মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ এলাকার মৃত্যু শেখ ক্ষুদির ছেলে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া তারাসীমা অ্যাপারেলস গার্মেন্টস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের সাথে কথা বলে জনা যায়, ওভারটেকিং করতে গিয়ে ট্রাক ও যাত্রীবাহী সেলফি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জনের মত আহত হয়েছেন। আরিচাগামী ট্রাক ও সেলফি বাস দ্রুত গতিতে ওভারটেকিং করতে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম চন্দ্রদাস জানান, সকালে ঢাকাগামী সেলফি পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ও আরিচাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেলফি পরিবহনের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ (৪৪) নামে একজন ট্রাক লেবার নিহত হন। এ সময় ট্রাকের চালক মোঃ মুন্নাফ খান ও বাসের চালক মোঃ নূর হোসেন গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনা জড়িত বর্নিত বাস ও ট্রাকটি থানা হেফাজতে আছে এবং এর বিরুদ্ধে  অতি তাড়াতাড়ি আইনি কঠোর ব্যবস্থা নিবে বলে তিনি জানান।

Side banner