Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ভোলায় এ্যাপোলা মেডিকেলে হামলা, ভাংচুর ও লুটতরাজ


দৈনিক পরিবার | আবু মাহাজ আগস্ট ১৩, ২০২৪, ০৯:০২ এএম ভোলায় এ্যাপোলা মেডিকেলে হামলা, ভাংচুর ও লুটতরাজ

ভোলার যুগীরঘোলে অবস্থিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ও ডায়াগনেষ্টিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ মিয়ার মালিকানাধীন এ্যাপোলা মেডিকেল সার্ভিসেসে হামলা, লুটতরাজ ও ভাংচুর চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা নগদ প্রায় ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
বর্তমানে মেডিকেলটি বন্ধ থাকার কারণে বেকার হয়ে পড়েছে মেডিকেলে কর্মরত অর্ধ শতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা।
ওই হাসপাতালের ম্যানেজার আলী হোসেন সহ অন্যান্য কর্মচারীরা জানান, ৬ আগস্ট রাত ১১টার দিকে পাশ^বর্তী ইউনিটি ডায়াগনোষ্টিকের মালিকের ভাই আলাউদ্দিনের নেতৃত্বে খোকন, শফি, সোহাগ, সোহেল সহ বহিরাগত একদল সন্ত্রাসীরা এ্যাপোলা মেডিকেলে প্রবেশ করে ভয়াবহ তান্ডব চালায়।
এসময় তারা ১১টি কম্পিউটার, ইকো কার্ডিওগ্রাফি মেশিন, এনড্রোজ কপির মেশিন, এক্সে মেশিন, ডিজিটাল সিআর মেশিন, অটো বায়াকনট্রি মেশিন, অটো সেল কাউন্টার মেশিন, অটো হর্মন এনালাইজার মেশিনসহ সকল মেশিনগুলো ভাংচুর করে বিকল করে দেয়। যে মেশিনগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।
এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ বিষয়টি আমি অবগত। তবে এ ব্যাপারে আমার কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি।

Side banner