Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

ডক্টর ইউনূসের গ্রামে খুশির জোয়ার


দৈনিক পরিবার | মো. আবু তৈয়ব আগস্ট ১০, ২০২৪, ০৭:৫১ এএম ডক্টর ইউনূসের গ্রামে খুশির জোয়ার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে আনন্দ উল্লাস শুরু হয়েছে। গ্রামবাসীরা একত্রিত হয়ে উৎসব পালন করছেন।
শুক্রবার (৯ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের জন্মস্থান হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে তাঁর পৈতৃক বাড়ি আর নেই। জানা যায়, পুরনো ঘরটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় গত বছর ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে সেখানে শুধু জঙ্গল জন্মেছে।
গ্রামের মানুষ বলেন, আমরা অনেক আনন্দিত উচ্ছ্বসিত সারা দেশের প্রধান হচ্ছে আমাদের ইউনুস অনেকদিন পর তাকে মূল্যায়ন করল বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ। আনন্দে আবেগেভরা কণ্ঠে চট্টগ্রামের ভাষায় মোহাম্মদ ইকবাল বলেন, আরার ইউনূসকে দেশের মানুষ এতদিন পর চিহ্নি আরা গ্রামবাসি বত খুশি।
মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। মুহাম্মদ ইউনূসের সহধর্মিনী ড. আফরোজী ইউনুস।
ব্যক্তিগত জীবনে মুহাম্মদ ইউনূস দুই কন্যার পিতা। মুহাম্মদ ইউনূসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব।

Side banner