Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


দৈনিক পরিবার | আরিফ পণ্ডিত জুলাই ৩১, ২০২৪, ০৮:১২ পিএম বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য “ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ”। বুধবার (৩১ জুলাই) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জনকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ প্রদান করা হয়েছে। এছাড়াও র‌্যালী ও আলোচনা শেষে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান এর সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন নেসা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক অফিস একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মোঃ আলাউদ্দিন, প্রকল্প (এসসিএমএফপি) সোহাগ চন্দ্র দে, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ শহিদ আল হেলাল, মেরীন ফিসারিজ কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি, মর্নি পোস্ট জেলা প্রতিনিধি,  দৈনিক আজকের ভোলা পত্রিকার বোরহানউদ্দিন ব্যুরো চীফ আরিফ পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পণ্ডিত।

Side banner