Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মির্জাপুরে নাশকতার অভিযোগে ২১ জন গ্রেফতার


দৈনিক পরিবার | মো. রুবেল মিয়া জুলাই ২৬, ২০২৪, ০৮:০৬ পিএম মির্জাপুরে নাশকতার অভিযোগে ২১ জন গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত ৭ দিনে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। তাদের মির্জাপুর থানার পুরোনো দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ সিকদার, উপজেলার তরফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সদস্য আব্দুস সালাম, জাকির হোসেন, জামুর্কী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম মুক্তা, যুবদল নেতা রফিক দেওয়ান, গোড়াই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব সিদ্দিকী, যুবদল কর্মী রবিন মিয়া, মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদৎ হোসেন, ভাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শ্যামল, আজগানা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাছেদ দেওয়ান, জামুর্কী ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সভাপতি শাহাদৎ হোসেন।
এছাড়া গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালীন মসজিদের মাইকে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহবান জানানোর ঘটনায় পৌর এলাকার বংশাই সেলুঘাট মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই সময় মির্জাপুর থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছিলো।
টাঙ্গাইল জেলা বিশেষ শাখা (ডিএসবি) এর মির্জাপুরের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মোঃ ওয়াজেদ মিয়া বলেন, নাশকতাকারী সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

Side banner