Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

চট্টগ্রামের সড়কপথ ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দখলে


দৈনিক পরিবার | ইসমাইল ইমন জুলাই ১৭, ২০২৪, ০৬:০৬ পিএম চট্টগ্রামের সড়কপথ ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দখলে

বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার অলিগলি থেকে শুরু করে মুল সড়ক এখন বেপরোয়া ব্যাটারি চালিত, গতিদানব, বিদ্যুৎ খেকো অবৈধ অটোরিকশার দখলে। অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দ্বারা চালিত গতিদানব এই বেপরোয়া অটোরিকশার কারণে অলিগলিতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে আতংকিত অবস্থা চলাচল করতে হয় পথচারীদের।
সরেজমিনে ঘুরে দেখা যায় নগরীর কালামিয়া বাজার হয়ে একসেস রোড টু চন্দনপুরা সড়কের মুখ পুরোটাই ব্যাটারি চালিত অটোরিকশার দখলে।এই সড়কটি নগরীর যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ)অধিনে নির্মিত।
২০২৩ সালের ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন। প্রথম দিকে সড়কের সৌন্দর্য,সড়ক বাতি ও নিরাপত্তায় তদারকি থাকলেও বর্তমানে সেই সব কর্মকাণ্ড চোখে পরে না। সন্ধ্যার পর সড়কের প্রায় সড়ক বাতি অকেজো থাকার ফলে,অন্ধকারাচ্ছন্ন থাকে সম্পূর্ণ সড়ক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালক জানায় উক্ত সড়কটি বাকলিয়া ও চকবাজার দুই থানার সীমানার অন্তর্ভুক্ত। ফলে দুই থানার কিছু পুলিশ, ট্রাফিক সার্জেন্টের সাথে তাদের মালিকদের কন্ট্রাক থাকে, কোথাও গাড়ি আটক করলে মালিককে জানালে বা ফোনে ধরিয়ে দিলে ছেড়ে দেয়। মাঝে মধ্যে অভিযানের সময় আটকালে কিছু গাড়ি সদরঘাট ডিপোতে পাঠিয়ে দেয়, কিছু আবার সড়কে লেনদেন হলে ছেড়ে দেয়।মালিক-পুলিশ ও স্থানীয় কিছু বড় ভাই টিক থাকলে বয়স কম হলেও গাড়ি চালাতে সমস্যা হয়না।
স্থানীয় পথচারীদের অভিযোগ এই জানে আলম দোভাষ সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্যে এমন পর্যায়ে চলে গেছে, অনেক সময় প্রশাসনের টহলরত গাড়ি উপস্থিত থাকা অবস্থাও একসেস রোডের চন্দনপুরা সড়কমুখে লেগে থাকে যানজট, আটকে থাকে রোগীবাহী এম্বুলেন্স ও স্কুল কলেজ শিক্ষার্থী বহনকারী যানবাহন।
অপরদিকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কের উভয় পাশে অচল পিকআপ ভ্যান, ভ্যান রিকশা দিনের পর দিন যত্রতত্র পার্কিং করে রাখার ফলে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তে পরতে হচ্ছে সাধারণ পথচারিদেরকে। এইসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কোন প্রতিকার পাচ্ছেন সাধারণ মানুষ।

Side banner