দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কৃষি অফিস কর্তৃক সরকারি কৃষি প্রনোদনা স্বরূপ উপশী আমন চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস কর্তৃক দেয়া তথ্য অনুযায়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৯০০ কৃষকের মাঝে এই সরকারি প্রনোদনার বীজ ও সার বিতরণ করা হয়। ১৯০০ কৃষকের মাঝে জন প্রতি ১০ কেজি পটাশ ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি উফশী জাতের আমোন ধানের বীজ বিতরণ করা হয়।
উক্ত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাহ্ তমাল।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতার ও সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ ফুলবাড়ী কৃষি অফিসের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফুলবাড়ী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :