Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মেলান্দহে প্রাইভেটকার ও সিএনজি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু


দৈনিক পরিবার | অলিউল্লাহ ইসলাম জুন ১৫, ২০২৪, ০৩:২৪ পিএম মেলান্দহে প্রাইভেটকার ও সিএনজি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মেলান্দহে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বন্যা (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ বজরুদ্দি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বন্যা জামালপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা মেলান্দহগামী সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজিতে থাকা বন্যা গুরুতর আহত হয়। গুরুতর আহত বন্যাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মৃত্যুবরণ করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, প্রাইভেটকার ও সিএনজি আটক আছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner