Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নানা সমস্যায় জর্জরিত নিকলীর হাট বাজার


দৈনিক পরিবার | মো. আবু জামান জুন ১০, ২০২৪, ০৪:৪৫ পিএম নানা সমস্যায় জর্জরিত নিকলীর হাট বাজার

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে নিকলী উপজেলার হাট বাজারগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত। ফলে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই উপজেলায় ছোট বড় মোট ১২টি হাট বাজার রয়েছে। প্রতি বছর বাজারগুলো থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও গ্রামগঞ্জের হাট বাজারগুলো উন্নয়নে পিছিয়ে রয়েছে।
জারইতলা, পুড্ডা, কুর্শা, জালালপুর ও নোয়াপাড়া বাজারে শেড না থাকায় ক্রেতা-বিক্রেতাগণকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বেচাকেনা করতে হয়। উপজেলার সবচেয়ে বড় সিংপুর হাটবাজারের আয়তন প্রায় তিন একর। এর মধ্যে প্রায় দেড় একর জায়গা নীচু ভুমি হওয়ায় বর্ষা মৌসুমে পানির নীছে তলিয়ে যায়। এ বাজারের উচুঁ ভূমিটিও ঢেউয়ের আঘাতে ভাঙ্গনের ফলে ছোট হয়ে আসছে। সিংপুর বাজারের ২টি নলকুপই আর্সেনিকযুক্ত। অনেক হাট-বাজারে বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান, পাকা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, কসাইখানাসহ গণশৌচাগারের অভাব রয়েছে।
এছাড়াও পানি নিষ্কাশন ও ময়লা আবর্জনা ফেলার ডাষ্টবিনের অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা জমে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত করছে।

Side banner