২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ, অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল মৎসজীবী ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত। শনিবার (৮ জুন) লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে লক্ষ্মীপুর সদর, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, লক্ষ্মীপুর সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় দেব নাথ প্রমুখ। এই সময় ১২৮ জন জেলের মাঝে বাকনা বাছুর ও ১২ জন জেলেকে ৩০০ কেজি করে মৎস খাদ্য বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :