ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে রামেশ্বর (৬৫) নামক এক বৃদ্ধকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রামেশ্বরের জমির কাঁঠাল গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে বুধবার (২৯ মে) দুপুরে এ ধরনের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এমনটাই ভুক্তভোগী।
রামেশ্বর বলেন, আমার জমিনের কাঁঠাল গাছের চারা ছাগলে খেয়ে ফেলেছে। তাই সলেমান মেম্বারকে বিষয়টা দেখানোর জন্যে এনেছি। পরে ঘটানা স্থলে তারা আমার সাথে বাকবিতন্ডা করে মেম্বারের সামনে মারধর করে।
ইউপি সদস্য মো. সলেমান বলেন, নন্দলাল আমার সামনে কথা বাড়াবাড়ি করেন। আমি তাকে থামতে বলি। পরে তারা আমার সামনে রামেশ্বরকে মারধর করে।
স্থানীয় বাসিন্দা আশুতোষ বলেন, একজন বৃদ্ধকে মারধর বিষয়টা নিন্দনীয়। নন্দলাল ও তার ছেলে রামেশ্বরকে মারধর করে।
কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার নিজাম বলেন, আমি বিষয়টি শুনেছি। তারা মেম্বারে সামনে মারধর করছে মানে মেম্বারকে অসম্মানী করেছে।
এবিষয়ে নন্দলালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কাঁঠাল গাছের চারা দিয়ে বাড়ি দিতে গেলে তার গালে একটু খোচা লাগে, সেখানে আগের ঘা ছিল।
আপনার মতামত লিখুন :