Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

কিশোরগঞ্জে অনুদানের চেক হস্তান্তর


দৈনিক পরিবার | কিশোরগঞ্জ প্রতিনিধি আগস্ট ৩, ২০২২, ১০:৪৪ পিএম কিশোরগঞ্জে অনুদানের চেক হস্তান্তর

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এসব চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হোসেনপুর পৌরসভার ৮নং ওয়ার্ড (পশ্চিম দ্বীপেশ্বর) এলাকার বাসিন্দা মোঃ সুনু মিয়ার মায়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা, পুমদী ইউনিয়নের দক্ষিণ পুমদী গ্রামের বাসিন্দা মোঃ আলাল উদ্দিন এর চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা, সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের বাসিন্দা মোঃ রাসেল মিয়ার ছেলের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরজানা সুলতানার স্বামীর চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা, কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রোমান এর স্ত্রীর চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা, কিশোরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড (রথখলা) এলাকার বাসিন্দা অলক দাস গুপ্তর ছেলের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামের বাসিন্দা মোঃ আবদুল হক মিয়ার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা, কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড (তারাপাশা) এলাকার বাসিন্দা শম্পা রানী সরকারকে ৫০ হাজার টাকা এবং কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড (তারাপাশা) এলাকার বাসিন্দা তাহমিনা আক্তারকে ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

 

Side banner