Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ঝিনাইগাতীতে শতরুপা খেলাঘর আসরের ইফতার ও দোয়া মাহফিল


দৈনিক পরিবার | মিজানুর রহমান এপ্রিল ৩, ২০২৪, ১২:২৮ এএম ঝিনাইগাতীতে শতরুপা খেলাঘর আসরের ইফতার ও দোয়া মাহফিল

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন শতরুপা খেলাঘর আসরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ক্লাব কার্যালয়ে এর আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নন্দ সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেসুর রহমান খাঁন মক্কু, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন, আদর্শ কো-অপারেটিভ কেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান সালে আহম্মেদ, শতরুপা খেলাঘর আসরের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম সেজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতারের আগে সংগঠনের মৃত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা করা।  
ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সকল সদস্য সহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ গ্রহণ করেন।

Side banner