পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. জহুর ই আলম কমান্ডার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, মাগুরা জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এস আব্দুর রহমান, জেলা সহকারি কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিদুজ্জামান কমান্ডার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মো. আহম্মদ আলী, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ বারিক আনজাম বারকী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোতাসিন বিল্লাহ চান।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধার সন্তানদের আগামী দিনের মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনের দায়িত্বভার গ্রহণের আহ্বান জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ ও মরহুম বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলার ২শত জন বীর মুক্তিযোদ্ধা উপিস্থত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :