Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নবীনগরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু


দৈনিক পরিবার | মোঃ শওকত আলী মার্চ ২৭, ২০২৪, ০৮:২৩ পিএম নবীনগরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মো. সামির মিয়ার মেয়ে সিজা মুনি (৫) ও আব্দুল আলিম মিয়ার মেয়ে তাকিয়া (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুুধবার দুপুর ১২ টায় বাড়ির পাশের একটি ফসলের মাঠে দুই বোন খেলতে যায়। সেখানে একটি পুকুরও ছিল।
দুই বোন খেলার এক পর্যায়ে পুকুরে গোসল করতে নামে। পরে দুইজনেই পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজা খুঁজি শুরু করে। প্রায় ১ ঘন্টা পর পুকুর থেকে প্রতিবেশীরা দুই চাচাতো বোনের লাশ উদ্ধার করেন।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Side banner