মানিকগঞ্জের সাটুরিয়ায় আব্দুর রৌফ ওরফে রোমান (৫০) নামে মুদি ব্যবসায়ীকে গত বৃহস্পতিবার নদী তীরে নির্জন লেবু বাগানে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মুদি দোকান ব্যবসায়ী উপজেলার দড়গ্রাম গাছবাড়ি এলাকার মৃত নাছিরউদ্দিনের পুত্র। এ ঘটনায় সাটুরিয়া থানায় হত্যা মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানে মুল আসামি একই উপজেলার হেলেনা বেগম (৪৫) কে জেলার নয়াডিঙ্গী থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুই সন্তানের জননী নিহতের স্ত্রী হালিমা আক্তার বলেন, রাত প্রায় ৯টা অবধী দোকানে বসেছিল তার স্বামী। তারপর থেকে আর তাকে খুজে পাওয়া যায়নি। হত্যাকারীর বিচার দাবী করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, পরিকল্পিত হত্যা কিনা ময়না তদন্ত প্রতিবেদন ছাাড়া বুঝা মুশকিল। সাটুরিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টীম কাজ করছে।
আপনার মতামত লিখুন :