Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

নাজিরপুরে বিএনপির ২২ নেতাকর্মী কারাগারে


দৈনিক পরিবার | অনুপ কুমার সিকদার ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৭:০৪ পিএম নাজিরপুরে বিএনপির ২২ নেতাকর্মী কারাগারে

পিরোজপুরের নাজিরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে পিরোজপুর  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বেসচ্ছায় হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেছিলেন তারা। তবে বিচারক সাদিক আহম্মেদ তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবী খাইরুল বাঁশার শামীম এ তথ্য নিশ্চিত করেন।  
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর নাজিরপুর থানায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে জি আর ১২৭/২৩ (নাঃ) মামলা করে ইউপি সদস্য কবীর। এ মামলায় ২২ নেতাকর্মী পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক আসামিদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য উক্ত মামলার ১৯ জন আসামী মহামান্য হাই কোর্টের নির্দেশে আগাম জামিনে রয়েছে।

Side banner