ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে এ ড্রেজার মেশিনগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়া যাওয়ায় মেশিন জব্দ করা হয় এবং ড্রেজারের পাইপগুলো বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :