ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়নের প্রতিবাদ, নিন্দা এবং নানান দাবীতে ময়মনসিংহের ফুলপুরে হেফাজতে ইসলাম ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতের নেতৃবৃন্দ ও মুসলিম তাওহীদি জনতা।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ২.৩০ মিনিটে বাসস্ট্যান্ড জামে মাসজিদ থেকে শুরু করে আমুয়াকান্দা ব্রীজ মোড় এলাকা হয়ে বাসস্ট্যান্ড আঞ্জুমান মার্কের সামনে এসে মিছিল টি শেষ হয়। পরে নেতৃবৃন্দ বক্তৃতায় তাদের দাবীগুলো তুলে ধরেন।
তাদের দাবিগুলো, নারী বিষয়ক সংস্থার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। ফ্যাসিবাদের আমলে দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা সহ সকল গণহত্যার বিচার।
ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আমাদের কে জিহাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন।
এ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ.কে এম জালাল উদ্দিন, মাওলানা এখলাছ উদ্দিন, মাওলানা আব্দুর রহমান মানিক, আজিম উদ্দিন শাহ জামালি, সাংবাদি আব্দুল মান্নান প্রমুখ।
এতে অংশ নেন হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, জাতীয়তাবাদী উলামাদল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :