Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বরগুনায় এক ইলিশের দাম ১৪ হাজার টাকা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২৫, ২০২৫, ০৫:০৯ পিএম বরগুনায় এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

বরগুনার বলেশ্বর নদীর মোহনায় ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে খোলা ডাকে ইলিশটি ১৪ হাজারে বিক্রি হয়েছে।
স্থানীয়রা জানায়, জোয়ারের সময় পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরতে যায় স্থানীয় কয়েকজন জেলে। জাল উঠানো শেষ হলে জালে তারা রাজা ইলিশটি দেখতে পান। পরে সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলম ফিসিং অ্যান্ড মার্চেন্ট আড়তে নিয়ে গেলে দুই লাখ বিশ হাজার টাকা মণ দাম ধরে খোলা ডাকের মাধ্যমে ১৩ হাজার ৭৫০ টাকায় পাইকার হানিফ মিয়া মাছটি কিনে নেন।
এ বিষয়ে হানিফ মিয়া পাইকার বলেন, এটি নদীর রাজা ইলিশ। বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে স্বাদ বেশি। এ নদীর মাছ দেখতে সাদা রং ও স্বচ্ছ দেখায়। এটি মূলত রূপালী ইলিশ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় ১৪ হাজার টাকায় ক্রয় করেছি। মাছটি বিক্রির ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। আশাকরি ভালো দাম পাবো।

Side banner