Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ধামইরহাটে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার


দৈনিক পরিবার | ছাইদুল ইসলাম এপ্রিল ২১, ২০২৫, ০৭:৪৮ পিএম ধামইরহাটে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাটে মালিকবিহীন অবস্থায় ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বাংলাদেশ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত তিনটার সময় চকিলাম বিওপি’র সীমান্ত পিলার ২৬৫/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল মমিনের নেতৃত্বে চকিলাম এলাকায় এক মাঠের মধ্যে অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ১৭০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়। 
বিজিবি আরও জানায়, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের কারণে ওই মাদকদ্রব্য গুলো ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।  

Side banner