ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের নদীর তীরবর্তী ফসলের জমি থেকে জোহর আলী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্বার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকালে সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত কিছু দেখতে পেয়ে কাছে গিয়ে সোনাতোলা গ্রামের মধ্য পাড়ার আ: গফুরের ছেলে জোহর আলী মিয়ার মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তিনি গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাতলপাড় ফাঁড়ির পুলিশ বাহিনী।
চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন নিহতের ছেলে মো: মিজান (৩৫) লাশের পরিচয় নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় চিকন রশি পেছানো ও পায়ে আঘাতের চিহ্ন আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুনের কারণ জানা না গেলেও গ্রামবাসী জানায় কিছুদিন আগে একই গ্রামের পশ্চিম পাড়ার ১টি গোষ্ঠীর সাথে তাদের বিবাদ হয়েছিল, তখন ১টি খুন হয়েছিল এবং উক্ত ঘটনা নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।
আপনার মতামত লিখুন :