দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযানে উপজেলার দাউদপুর ও ভাদুরিয়া ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তফিজুর রহমান (৪০) ও ৬নং ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. হারুন অর রশিদ ওরফে পেস্তাক হারুন (৪৭) এবং ৬নং ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম রাজা (৬৪)।
গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতব্যাপী নবাবগঞ্জ থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকের বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, নবাবগঞ্জ থানার ত্রিপল মাডারের দায়েরকৃত মামলায় তাদের আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :