Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

গাংনীতে পিজিবিপির নির্মানাধীন বৈদ্যুতিক লাইনের তার চুরি


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম এপ্রিল ২১, ২০২৫, ০২:২০ পিএম গাংনীতে পিজিবিপির নির্মানাধীন বৈদ্যুতিক লাইনের তার চুরি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপি) মেহেরপুর গ্রিড সাব স্টেশনের নির্মানাধীন টাওয়ার লাইনের প্রায় ১ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। গত শুক্র ও শনিবার রাতের আধারে কয়েক দফায় গাংনী উপজেলার মালসাদহ, গোপালনগর ও হাড়ীয়াদহ গ্রামের মাঠে এই তার চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এছাড়া বাধাগ্রস্থ হয়ে পড়েছে টাওয়ার লাইন নির্মান কাজ।
জানা গেছে, সরকারি মালিকানাধীন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি মেহেরপুরের মদনাডাঙ্গায় একটি নতুন সাব স্টেশন নির্মান করছে। কুষ্টিয়া থেকে মদনাডাঙ্গা সাব স্টেশন পর্যন্ত ১৩২/৩৩ কেভি টাওয়ার নির্মান ও টাওয়ারের সাথে তার স্থাপন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। লাইন চালু না হওয়ার সুযোগে রাতের আধারে চোরেরা লাইনের টাওয়ারে উঠে তার কেটে নিয়ে যায়।
গাংনী উপজেলার গোপালনগর মাঠে পিজিবিপি নজরদারির দায়িত্বে থাকা প্রতিনিধি রবিউল ইসলাম জানান, চোরেরা রাতের আধারে প্রায় ১ কিলোমিটার তার কেটে নিয়ে গেছে। এর ফলে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এবিষয়ে নির্মানকারী সংস্থার পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে। চোর আটক ও চুরি হওয়া তার উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

Side banner