Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে মহিলা সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন


দৈনিক পরিবার | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৫, ০৭:৫৫ পিএম ফুলবাড়ীতে মহিলা সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে মহিলা সমবায় সমিতি লিমিটেড (এ্যাপেক্স বডি) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ মডেল মসজিদ রিসোর্স সেন্টারে ইসলামিক বাংলাদেশ এর বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ ইউএসএ- এর অর্থায়নে এবং সুপ্রিম-এশিয়া প্রকল্পের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। 
কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রকল্প ব্যাবস্থাপক মোঃ ছাবেদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম।
অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার মোঃ বাবুল খন্দকার, উপজেলা সমবায় অফিসার বিদু ভূসন রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায় বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাসেন আলীসহ উপজেলার ৬ ইউনিয়নের ১৪০ টি সমিতির প্রতিনিধি, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাগণসহ সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে সকল সমিতির সদস্যদের সম্মতিক্রমে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে শাহিনুর খাতুন, সহ-সভাপতি ফাতেমা খাতুন, সাধারণ সম্পাদক আদুরি রাণী ও কোষাধ্যক্ষ পদে নুরুন্নাহার বেগমকে নির্বাচিত করা হয়। এছাড়াও উক্ত কার্যনির্বাহী কমিটিতে ৮ জন নির্বাহী সদস্যকে নির্বাচিত করা হয়েছে। 

Side banner